ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সাভারে ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজে বিএসটিআই-এর অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৪ মার্চ ২০২৪

সাভারের আশুলিয়া এলাকায় অবস্থিত ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (২৪ মার্চ) বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও সুবহানা নওশীন, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণ করেন।  

এসময় এডিবল জেল (লিচি, ম্যাংগো) ও আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস পণ্যের বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত মোড়কের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে উৎপাদন, বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়।

জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি